গল্পটা পড়বেন নিশ্চয়ই।

রহিম সাহেব,প্রতিদিনের মত আজও
অফিস শেষে বাসায় যাচ্ছিলেন।হঠাৎ
কোন কিছুর সাথে ধাক্কা খেয়ে মাটিতে
...
See More
কারন,লোক জনের সামনে পরে যাওয়া
লজ্জারই বটে।মনে মনে ভাবলেন,
আল্লাহতালা লজ্জা দেওয়ার আর
জায়গা পেলো না,লোকজনের
সামনেই মাটিতে ফেলতে হল।

ভাবতে ভাবতেই মাটি থেকে উঠে
দাঁড়ালো রহিম সাহেব।সামনে হাটার
প্রস্তুতি নিতেই উপর থেকে একটা
আস্ত ইট মাটিতে পরে একদম রহিম
সাহেব এর থেকে ১ ফুট দূরে।এক
কদম সামনে গেলেই হয়তো রহিম
সাহেবের মাথায় পরতো ইট টা।

এতে হয়তো রহিম সাহেব আহত ও
হতে পারতেন আবার মারাও যেতে
পারতেন।কিন্তু, এমন টা হয় নি।
কারন,আল্লাহতালা এমন টা চায়
নি।যদি চাইতো তাহলে রহিম সাহেব
কিছু মূহুর্ত আগেও মাটিতে পরে যেত
না,সামনে এগুতে থাকতো আর ইটা
টা তার উপরেই পরতো।রহিম সাহেব
এতক্ষনে সেই বিষয়টা খুব ভালভাবেই
উপলব্ধি করেছেন।

ততক্ষনে তিনি বুঝতে পেরেছেন,
আল্লাহতালা তাকে কেন থামিয়ে
দিয়েছিলেন।তিনি বুঝতে পেরেছেন
আল্লাহতালা যা কিছুই করেন,ভাল
কিছুর জন্যই করেন।সুতরাং,
আল্লাহতালা যেখানে ফুলস্টপ(।)
দিয়ে থামিয়ে দিয়েছেন সেখানে
আপনি (?) চিহ্ন বসাতে যাবেন না।

কারন,সৃষ্টিকর্তা মহা পরিকল্পনাকারী।
তিনি জানেন আপনাকে কোথায় থামাতে
হবে আর কোথায় চলতে হবে।পরিস্থিতি
যদি বুঝতে না পারেন তাহলে ধৈর্যধারন
করুন এবং আল্লাহতালা'র উপর আস্থা
রাখুন।বিশ্বাস রাখুন তিনি আপনার প্রতি
বিন্দুমাত্রও অবিচার করবেন না।সর্ব
অবস্থায় আল্লাহতালার উপর ভরসা
রাখুন।কারন,সৃষ্টিকর্তার সকল পরিকল্পনায়
আমরা অবগত নই।
Like - Comment - Share 1 0 0