Mohammed Sumon
  • একদিন জীবন মৃত্যু কে প্রশ্ন করছে,
    আচ্ছা মানুষ আমাকে এত পছন্দ
    করে অথচ তোকে ঘৃনা করে কেন??
    মৃত্যু উত্তর ছিল,মানুষ তোমাকে
    পছন্দ করে কারন তুমি হচ্ছো
    ...
    See More
    মিথ্যা তাই তোমাকে মানুষ এত
    বেশি পছন্দ করে।আর আমাকে
    ঘৃনা করে তার কারন, আমি হলাম
    পৃথিবীর সব চেয়ে কষ্টদায়ক চিরন্তন সত্য।
    কারন,মানুষ চরম সত্যকে এড়িয়ে
    চলার চেষ্টা করে,আর মিথ্যা কে আঁকড়ে
    ধরার চেষ্টা করে।যদিও সত্যের কাছে
    মিথ্যা সব সময়ই পরাজিত।
    Like - Comment - Share 1 0 0
  • নীরবতা ভাল কিন্তু সব ক্ষেত্রে নয়।
    যখন বলা প্রয়োজন তখনই বলো।

    শুভ সকাল।
    Like - Comment - Share 3 0 0
  • সফল ব্যক্তিদের মাঝে আমাদের
    ব্যবধান কতটুকু জানেন??
    ব্যবধান অধিক নয়,তারা কিছুনা
    কিছু করে আমরাও কিছুনা কিছু
    করি।তারাও ভুল করে, আমরাও
    ...
    See More
    তারা হাল ছেড়ে দেয় না,বরং
    চেষ্টা করতে থাকে।আর আমরা
    হাল ছেড়ে দিয়ে সব কিছু
    গুটিয়ে নেই।এ কারনেই
    তারা আজ সফল,আমরা
    বিফল।

    শুভ রাত্রি।
    Like - Comment - Share 3 0 0
  • যখন উপর থেকে পরে যাচ্ছিলাম,
    তখন সবাই তাকিয়ে তাকিয়ে দেখছিল।
    আর যখন উপর থেকে মাটিতে পরে
    গিয়ে ক্ষতবিক্ষত হয়ে গেলাম,মৃত্যু
    যন্ত্রনায় ছটপট করছিলাম,তখন
    ...
    See More
    আমাকে দেখছিল।যখন বেঁচে থাকার
    আকুতি জানালাম,তখন এতগুলো
    মানুষ থেকে মাত্র দু'/একজন মানুষ
    আমাকে হাসপাতালে নিয়ে যায়।
    আমি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠি।

    না,এটা বাস্তব কোন ঘটনা নয়,কাল্পনিক।
    তবে এর ভিতরে কিছু বাস্তবতা আছে।
    আপনি যখন বিপদে পরতে থাকবেন
    তখন অনেকেই দেখবে কিন্তু কেউ
    আপনাকে সতর্ক করতে আসবে না।
    উপরন্ত,দূর থেকে তাকিয়ে তাকিয়ে
    দেখবে আপনি কতটুকু বিপদে পরতে
    যাচ্ছেন।

    আর যখন চূড়ান্তভাবে বিপদে
    পরেই যাবেন তখন আরো বেশি লোক
    ঝরো হবে এই জন্য যে,
    আপনি কতটুকু বিপদে আছেন।
    এই দেখাটা আপনাকে বিপদ থেকে
    উদ্ধার করার জন্য নয়,বরং আপনার
    পরিনতি দেখার জন্য।

    তবে,সেখান থেকে
    দু'একজন বের হবেই যারা আপনার বিপদে
    আপনাকে সহযোগীতার জন্য এগিয়ে আসবেই।
    কারন,তারা মানুষ, তাদের ভিতর মনুষত্ব আছে।
    আর মনুষত্ব আছে বলেই এগিয়ে আসবে।
    সুতরাং, অন্যের বিপদে নিজেকে শেয়ার
    করার চেষ্টা করুন।অন্যের জন্য নয়,
    নিজের জন্য।কারন,আপনার কৃত কর্ম
    ফল আপনি ফিরে পাবেনই।


    দিনকাল সবার ভাল কাটুক।

    Like - Comment - Share 1 0 0
  • কাছের মানুষ কে আঘাত দেওয়ার
    জন্য দৃশ্যমান কোন কিছুরই
    প্রয়োজন নেই।অদৃশ্য
    অবহেলাই যথেষ্ট।
    Like - Comment - Share 2 0 0
  • সততা তোমাকে ভাল পথ দেখাবে।
    আর ভাল পথ তোমাকে
    জান্নাত দেখাবে।
    Like - Comment - Share 2 0 0
  • সৃষ্টিকর্তা তোমার ভিতরে রাগ এবং
    ধৈর্য সৃষ্টি করে দিয়েছেন।
    এখন তোমার ইচ্ছা তুমি কি হবে,
    রাগি নাকি ধৈর্যশীল??

    ...
    See More
    অবিশ্বাস সৃষ্টি করে দিয়েছেন।
    এখন তোমার ইচ্ছা,তুমি কি হবে,
    বিশ্বাসী হবে নাকি অবিশ্বাসী??

    সৃষ্টিকর্তা তোমার ভিতর দয়া এবং
    নিষ্ঠুরতা সৃষ্টি করে দিয়েছেন।
    এখন তোমার ইচ্ছা,তুমি কি হবে
    দয়াশীল হবে নাকি নিষ্টুর??

    সৃষ্টিকর্তা তোমার ভিতরে সৎ এবং
    অসৎ সৃষ্টি করে দিয়েছেন।
    এখন তোমার ইচ্ছা,তুমি কি হবে
    সৎ হবে নাকি অসৎ??

    সৃষ্টিকর্তা তোমার ভিতর ভাল এবং
    মন্দ সৃষ্টি করে দিয়েছেন।
    এখন তোমার ইচ্ছা,তুমি কি হবে
    ভাল হবে নাকি মন্দ??

    সৃষ্টিকর্তা তোমার ভিতর কোমলতা এবং
    কঠোরতা সৃষ্টি করে দিয়েছেন।
    এখন তোমার ইচ্ছা, তুমি কি হবে
    কোমল হবে নাকি কঠোর??

    সৃষ্টিকর্তা তোমার ভিতর অপরাধ এবং
    ক্ষমা সৃষ্টি করে দিয়েছেন।
    এখন তোমার ইচ্ছা, তুমি কি হবে
    অপরাধী হবে নাকি ক্ষমাশীল??

    সৃষ্টিকর্তা তোমার ভিতর নেগেটিভিটি এবং
    পজেটিভিটি সৃষ্টি করে দিয়েছেন।
    এখন তোমার ইচ্ছা,তুমি কি হবে
    নেগেটিভ নাকি পজেটিভ??

    আমাদের যা কিছু প্রয়োজন আল্লাহতালা
    তার সব কিছুই দিয়েছেন এবং যা
    অপ্রয়োজন তাও দিয়েছেন।আপনার
    কাজ হলো,সেখান থেকে খুঁজে নেওয়া
    আপনার যা প্রয়োজন।আপনি চাইলে
    সেখান থেকে কল্যাণকর জিনিস গুলো
    কেও নিতে পারেন, আবার অকল্যানকরও।

    আপনি কোনটা চয়েজ করবেন সেইটা
    আপনার উপর নির্ভর করবে।আপনি
    চাইলে ভাল কিছুও নিতে পারেন আবার
    খারাপ কিছুও নিতে পারেন।নেওয়ার
    সময় আপনাকে কেউ বাধা দিবে না।
    কারন,যা নিতে যাচ্ছেন তা সৃষ্টি
    আপনার জন্যই সৃষ্টি করেছেন।তবে,
    ভুলেও ভুলে যাওয়া উচিৎ নয় আপনি
    মানুষ,আপনার ভিতর মনুষত্ব আছে
    এবং তা থাকা বাঞ্ছনীয়।

    শুভ সকাল,দিনটা সবার ভাল কাটুক।
    Like - Comment - Share 2 0 0
  • একটু মিলিয়ে নিতে পারেন।

    আপনার হাতে যে মোবাইল টা তা
    আপনার বাবার মোবাইল এর চেয়ে
    বেশি দামী এবং আপনার মোবাইল
    ...
    See More
    চেয়ে নতুন।

    আপনার হাতের যে ঘড়িটা,আপনার
    বাবার হাতের ঘড়ির চেয়ে দামী।আপনি
    ভাবেন পুরাতন হলেই ফেলে দিয়ে নতুন
    কিনবো কিন্তু আপনার বাবা ঘড়িটার
    শেষ পর্যন্ত দেখে দিবে।

    আপনি ভাবেন,একটু পুরাতন হলে
    বদলে নতুন মডেল নিবেন।কিন্তু,
    আপনার বাবা ভাবে যতদিন ব্যবহার
    করা যায় ততদিন ব্যবহার করবো,নষ্ট
    না হওয়া পর্যন্ত।

    আপনার যা কাপড়চোপড় আছে তা
    আপনার বাবার কাপড়চোপড় এর
    চেয়ে বেশি দামী এবং বেশি নতুন।
    তিনি ভাবেন,যতদিন পরা যায়।
    আর আপনি ভাবেন যত তাড়াতাড়ি
    নতুন বানানো যায়।

    আপনার বাবা একা কোথাও গেলে
    কম দামী খাবার খেয়ে পেট ভড়ায়
    আর আপনি তার উলটো।

    আপনার পায়ে যে জুতোজোড়া আছে
    তা আপনার বাবার জুতোজোড়ার
    চেয়ে দামী।

    আপনার বাবা ভাবেন কোন রকম
    হলেই হয়।কিন্তু আপনি ভাবেন
    যেনতেন ভাবে কোন কিছুই নয়।

    আপনার বাবা আপনাকে এমন কিছু
    বলে না বা করে না যেন আপনার
    কষ্ট হয়,কিন্তু আপনি প্রায়ই আপনার
    বাবা কে কষ্ট দিয়ে থাকেন,জানতে
    অজান্তে।কিন্তু,আপনার বাবা তা কখনোই
    প্রকাশ করেনা।

    আমরা বাবা কে নিয়ে ভাবিনা বললেই
    চলে,তাদের ভাবনার তুলনায়।আপনার
    বাবা আপনাকে নিয়ে অনেক ভাবে,
    আপনার ভবিষ্যৎ কে নিয়ে অনেক
    ভাবে।আপনি এখন হয়তো তা উপলব্ধি
    করতে পারছেন না।পারবেন সেইদিন
    যেইদিন আপনি বাবা হবেন,
    যেইদিন দায়িত্বশীল হবেন।সেইদিন
    হয়তো বাবা কে নিয়ে ভাবতে চাইবেন
    কিন্তু বাবা হয়তো সেইদিন নাও থাকতে
    পারে।তাই এখনি তাদের কে মূল্যায়ন
    করুন।তারা আপনার কাছে বেশি কিছু
    চায় না।তারা শুধুই চায় তাদের কে সম্মান
    করুন,তাদের কথা অনুযায়ী চলার চেষ্টা
    করুন,তাদের সাথে যেন খারাপ আচরন
    না করেন।আর এই বিষয় গুলো আপনার
    ভিতরে বিদ্যমান।আপনি একটু আন্তরিক
    হলেই তাদের এই ক্ষুদ্র চাওয়া গুলো পূর্ন
    করতে পারেন।


    শুভ সকাল
    Like - Comment - Share 1 0 0
  • তুমি কখন বুঝবে,তুমি সফল হতে
    চলেছো???যখন দেখবে সমস্যা
    গুলো তোমাকে আঁকড়ে ধরার চেষ্টা
    করছে আর তুমি সমস্যা গুলো
    সমাধান করে সামনে এগিয়ে
    ...
    See More
    অধৈর্য চলে আসছে,মনে হচ্ছে তুমি
    পারবে না,তোমার দ্বারা হচ্ছে না
    ঠিক তখনি তোমার সফলতার সময়।
    তখন ধৈর্য না হারিয়ে, মনোবল বৃদ্ধি
    করে,সাহসের সাথে সামনে এগিয়ে
    যাওয়া উচিত।কারন, তোমাকে
    বুঝতে হবে সফলতা বেশি দূরে নয়।

    শুভ রাত্রি।
    Like - Comment - Share 1 0 0
  • গল্পটা পড়বেন নিশ্চয়ই।

    রহিম সাহেব,প্রতিদিনের মত আজও
    অফিস শেষে বাসায় যাচ্ছিলেন।হঠাৎ
    কোন কিছুর সাথে ধাক্কা খেয়ে মাটিতে
    ...
    See More
    কারন,লোক জনের সামনে পরে যাওয়া
    লজ্জারই বটে।মনে মনে ভাবলেন,
    আল্লাহতালা লজ্জা দেওয়ার আর
    জায়গা পেলো না,লোকজনের
    সামনেই মাটিতে ফেলতে হল।

    ভাবতে ভাবতেই মাটি থেকে উঠে
    দাঁড়ালো রহিম সাহেব।সামনে হাটার
    প্রস্তুতি নিতেই উপর থেকে একটা
    আস্ত ইট মাটিতে পরে একদম রহিম
    সাহেব এর থেকে ১ ফুট দূরে।এক
    কদম সামনে গেলেই হয়তো রহিম
    সাহেবের মাথায় পরতো ইট টা।

    এতে হয়তো রহিম সাহেব আহত ও
    হতে পারতেন আবার মারাও যেতে
    পারতেন।কিন্তু, এমন টা হয় নি।
    কারন,আল্লাহতালা এমন টা চায়
    নি।যদি চাইতো তাহলে রহিম সাহেব
    কিছু মূহুর্ত আগেও মাটিতে পরে যেত
    না,সামনে এগুতে থাকতো আর ইটা
    টা তার উপরেই পরতো।রহিম সাহেব
    এতক্ষনে সেই বিষয়টা খুব ভালভাবেই
    উপলব্ধি করেছেন।

    ততক্ষনে তিনি বুঝতে পেরেছেন,
    আল্লাহতালা তাকে কেন থামিয়ে
    দিয়েছিলেন।তিনি বুঝতে পেরেছেন
    আল্লাহতালা যা কিছুই করেন,ভাল
    কিছুর জন্যই করেন।সুতরাং,
    আল্লাহতালা যেখানে ফুলস্টপ(।)
    দিয়ে থামিয়ে দিয়েছেন সেখানে
    আপনি (?) চিহ্ন বসাতে যাবেন না।

    কারন,সৃষ্টিকর্তা মহা পরিকল্পনাকারী।
    তিনি জানেন আপনাকে কোথায় থামাতে
    হবে আর কোথায় চলতে হবে।পরিস্থিতি
    যদি বুঝতে না পারেন তাহলে ধৈর্যধারন
    করুন এবং আল্লাহতালা'র উপর আস্থা
    রাখুন।বিশ্বাস রাখুন তিনি আপনার প্রতি
    বিন্দুমাত্রও অবিচার করবেন না।সর্ব
    অবস্থায় আল্লাহতালার উপর ভরসা
    রাখুন।কারন,সৃষ্টিকর্তার সকল পরিকল্পনায়
    আমরা অবগত নই।
    Like - Comment - Share 1 0 0
  • একবার ধোঁকা খাওয়া হৃদয়,দ্বিতীয়বার
    কাউকে প্রথমবারের মত বিশ্বাস করে না।
    একেবারেই বিশ্বাস করেনা যে তা নয়।
    বিশ্বাস করে কিন্তু পূর্ন বিশ্বাস নয়,আর
    বাকী অপূর্ন জায়গা গুলো প্রথমবারের
    ...
    See More
    দ্বারা ভরপুর থাকে।

    এই অল্প জায়গা
    বিশ্বাস আর ভালবাসা দিয়ে ভরাট করে
    দিতে হয় তা নাহলে সম্পর্কে সর্বনাশ
    চলে আসে।তারপর,আবার সেই
    একই কথা বলতে হয়, কোন মানুষই
    বিশ্বাস করার যোগ্য নয়।
    Like - Comment - Share 1 0 0
  • Like - Comment - Share 2 0 0
More Stories