যখন উপর থেকে পরে যাচ্ছিলাম,
তখন সবাই তাকিয়ে তাকিয়ে দেখছিল।
আর যখন উপর থেকে মাটিতে পরে
গিয়ে ক্ষতবিক্ষত হয়ে গেলাম,মৃত্যু
যন্ত্রনায় ছটপট করছিলাম,তখন
...
See More
আমাকে দেখছিল।যখন বেঁচে থাকার
আকুতি জানালাম,তখন এতগুলো
মানুষ থেকে মাত্র দু'/একজন মানুষ
আমাকে হাসপাতালে নিয়ে যায়।
আমি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠি।

না,এটা বাস্তব কোন ঘটনা নয়,কাল্পনিক।
তবে এর ভিতরে কিছু বাস্তবতা আছে।
আপনি যখন বিপদে পরতে থাকবেন
তখন অনেকেই দেখবে কিন্তু কেউ
আপনাকে সতর্ক করতে আসবে না।
উপরন্ত,দূর থেকে তাকিয়ে তাকিয়ে
দেখবে আপনি কতটুকু বিপদে পরতে
যাচ্ছেন।

আর যখন চূড়ান্তভাবে বিপদে
পরেই যাবেন তখন আরো বেশি লোক
ঝরো হবে এই জন্য যে,
আপনি কতটুকু বিপদে আছেন।
এই দেখাটা আপনাকে বিপদ থেকে
উদ্ধার করার জন্য নয়,বরং আপনার
পরিনতি দেখার জন্য।

তবে,সেখান থেকে
দু'একজন বের হবেই যারা আপনার বিপদে
আপনাকে সহযোগীতার জন্য এগিয়ে আসবেই।
কারন,তারা মানুষ, তাদের ভিতর মনুষত্ব আছে।
আর মনুষত্ব আছে বলেই এগিয়ে আসবে।
সুতরাং, অন্যের বিপদে নিজেকে শেয়ার
করার চেষ্টা করুন।অন্যের জন্য নয়,
নিজের জন্য।কারন,আপনার কৃত কর্ম
ফল আপনি ফিরে পাবেনই।


দিনকাল সবার ভাল কাটুক।

Like - Comment - Share 1 0 0