একটু মিলিয়ে নিতে পারেন।

আপনার হাতে যে মোবাইল টা তা
আপনার বাবার মোবাইল এর চেয়ে
বেশি দামী এবং আপনার মোবাইল
...
See More
চেয়ে নতুন।

আপনার হাতের যে ঘড়িটা,আপনার
বাবার হাতের ঘড়ির চেয়ে দামী।আপনি
ভাবেন পুরাতন হলেই ফেলে দিয়ে নতুন
কিনবো কিন্তু আপনার বাবা ঘড়িটার
শেষ পর্যন্ত দেখে দিবে।

আপনি ভাবেন,একটু পুরাতন হলে
বদলে নতুন মডেল নিবেন।কিন্তু,
আপনার বাবা ভাবে যতদিন ব্যবহার
করা যায় ততদিন ব্যবহার করবো,নষ্ট
না হওয়া পর্যন্ত।

আপনার যা কাপড়চোপড় আছে তা
আপনার বাবার কাপড়চোপড় এর
চেয়ে বেশি দামী এবং বেশি নতুন।
তিনি ভাবেন,যতদিন পরা যায়।
আর আপনি ভাবেন যত তাড়াতাড়ি
নতুন বানানো যায়।

আপনার বাবা একা কোথাও গেলে
কম দামী খাবার খেয়ে পেট ভড়ায়
আর আপনি তার উলটো।

আপনার পায়ে যে জুতোজোড়া আছে
তা আপনার বাবার জুতোজোড়ার
চেয়ে দামী।

আপনার বাবা ভাবেন কোন রকম
হলেই হয়।কিন্তু আপনি ভাবেন
যেনতেন ভাবে কোন কিছুই নয়।

আপনার বাবা আপনাকে এমন কিছু
বলে না বা করে না যেন আপনার
কষ্ট হয়,কিন্তু আপনি প্রায়ই আপনার
বাবা কে কষ্ট দিয়ে থাকেন,জানতে
অজান্তে।কিন্তু,আপনার বাবা তা কখনোই
প্রকাশ করেনা।

আমরা বাবা কে নিয়ে ভাবিনা বললেই
চলে,তাদের ভাবনার তুলনায়।আপনার
বাবা আপনাকে নিয়ে অনেক ভাবে,
আপনার ভবিষ্যৎ কে নিয়ে অনেক
ভাবে।আপনি এখন হয়তো তা উপলব্ধি
করতে পারছেন না।পারবেন সেইদিন
যেইদিন আপনি বাবা হবেন,
যেইদিন দায়িত্বশীল হবেন।সেইদিন
হয়তো বাবা কে নিয়ে ভাবতে চাইবেন
কিন্তু বাবা হয়তো সেইদিন নাও থাকতে
পারে।তাই এখনি তাদের কে মূল্যায়ন
করুন।তারা আপনার কাছে বেশি কিছু
চায় না।তারা শুধুই চায় তাদের কে সম্মান
করুন,তাদের কথা অনুযায়ী চলার চেষ্টা
করুন,তাদের সাথে যেন খারাপ আচরন
না করেন।আর এই বিষয় গুলো আপনার
ভিতরে বিদ্যমান।আপনি একটু আন্তরিক
হলেই তাদের এই ক্ষুদ্র চাওয়া গুলো পূর্ন
করতে পারেন।


শুভ সকাল
Like - Comment - Share 1 0 0