- Timeline
-
About
Friends · 53
-
2016-09-04 12:12:31 -Open Post -দাউদকান্দির গৌরীপুরে প্রকাশ্যে বিক্রি হচ্ছে যৌন উত্তেজক ঔষধ, দেখার কেউ নেই -
নিজস্ব প্রতিনিধি:
দাউদকান্দির গৌরীপুরে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নানা ধরনের যৌন উত্তেজক ঔষধ। দেখার কেউ নেই! একধরনের অসাধু ব্যবসায়ী নিজেদের কখনও সাংবাদিক আবার কখনও মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে দেদারছে এসব যৌন উত্তেজক ঔষধ বিক্রি করছে ফুটপাতে।
সরেজমিনে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ড সংলগ্ন গৌরীপুর-হোমনা সড়কের প্রবেশমুখে এসব ঔষধ প্রাইভেটকারে রেখে মাইকিং করে বিক্রি করছে একশ্রেণির সিন্ডিকেট। ‘হাইম্যাক্স ইউনানী ফার্মা সিউটিক্যাল’ কোম্পানীর ব্যানার ব্যবহার করে ‘হাব্বে নিশাত’ ও নানা রকম ক্ষতিকর যৌন উত্তেজক ঔষধ তারা বিক্রি করে আসছে দীর্ঘদিন যাবত। কিন্তু আমাদের প্রতিবেদককে দেখে তারা অনেক যৌন উত্তেজক ঔষধ লুকিয়ে ফেলে।
ঔষধ বিক্রেতাদের মূল হোতা নারায়ণগঞ্জ চাষারার নিত্য হরিদাস, পিতা- মৃত: মুকন্দ চন্দ্র দাস নিজেকে কখনও নারায়ণগঞ্জের সাংবাদিক আবারও কখনও মুক্তিযোদ্ধা দাবি করে বলেন, ‘আমরা পেট বাঁচানোর জন্যই ফুটপাতে ঔষধ বিক্রি করি। ঔষধ খেয়ে মানুষ উপকার পায় বলেই এধরনের ঔষধ চলছে খুব বেশি। এছাড়া আমাদের আর কিছু করার নেই’।
...
See More সাংবাদিক দেখে স্থানীয় এক পথচারি মোঃ হুমায়ুন কবির এগিয়ে আসেন। তিনি তাদের দ্বারা প্রতারিত শিকার হওয়ার বিষয়টি বর্জকন্ঠে বললেন সকলের সামনে। তিনি বলেন, ‘আমাকে কয়েকটি পর্ণ ছবি দেখিয়ে আকৃষ্ট করে তারা। পরে ২ হাজার টাকার নানা ধরনের ঔষধ দেয়। এসব ঔষধের অর্ধ্বেক খাওয়ার পরেই আমার শরীরের অবস্থা খুব খারাপ হয়ে পড়ে। আমি কুমিল্লায় এক অধ্যাপককে দেখানোর পর তিনি বললেন, আমার কিডনিতে সমস্যা দেখা দিয়েছে। দীর্ঘদিন চিকিৎসা নেয়ার পর তা হয়তো সেরে উঠতে পারে। আমি এখন খুব অসুস্থ।’
এমনই আরেকজন তাদের দেয়া ওষধ সেবনকারী মোঃ হানিফ মিয়া। তিনি বলেন, ‘আমি তাদের মন ভুলানো কথাবার্তায় ভুলে গিয়ে ১ হাজার টাকার ঔষধ কিনে খেয়েছি। ওই ঔষধ খেয়ে আমার ভাল হওয়া তো দূরের কথা, শরীর অসুস্থ হয়ে পড়েছে। আমি লজ্জায় কারো কাছে বিষয়টি জানাইনি’।
এব্যাপারে মুক্তি মেডিকেলের চর্ম, যৌন বিশেষজ্ঞ ডাক্তার মোঃ মোজাম্মেল হক বলেন,‘ এধরনের ঔষধ সেবনে মানুষের কিডনি, লিভার, হার্ট ও মুত্রনালীর ক্ষতিসহ নানা রকম জটিল সমস্যা সৃষ্টি হতে পারে। এসব ঔষধ থেকে সকলকে দূরে থাকার জন্য আহ্বান জানান তিনি।Like - Comment - Share 2 0 00shares2 people like this -
Kabi Ali Ashraf Khan added a photo2016-08-26 02:22:11 -Open Post -রাতজাগা পাখিদের প্রতি আহ্বান:
হে রাতজাগা পাখি বন্ধু আমার, রাত ১১টায় ঘুমাবে তুমি-উঠবে ভোর সাড়ে পাঁচটায়; তুমি যে ধর্মের-ই হও না কেনো, স্রষ্টার প্রতি আরাধনায় মগ্ন হবে তুমি।
তোমার প্রতি এই আমার বিশেষ আহ্বান।-মো.আলী আশরাফ খানLike - Comment - Share 4 0 00shares4 people like this -
0shares2 people like this
-
2016-08-20 00:58:40 -Open Post -মো. আলী আশরাফ খান’র কবিতা
সাধের খাঁচার পাখিটা
তিল তিল করে আমি গড়ে তুলেছিলাম যারে
সে বুকের ভেতর ক্রমাগত পাথর নিক্ষেপ করে,
...
See More আহ! দেখেও না দেখার ভাণ করছে এ পাখিটি।
কি অপরাধে অপরাধী আমি জানা নেই আমার
গভীর অন্ধকার যেন চারদিক ঘিরে রেখেছে তার;
আহ! ফেলে আসা সোনালি দিনগুলি ভুলে গেছে সে
নৃত্য করে লাশের উপর রঙ্গিন স্বপ্নে বিভোর হয়ে।
বহুদিনের লালিত স্বপ্ন চিৎকার করে গগণ কাপায়
সাধের খাঁচার পাখিটার তিরস্কারে ব্যথাটা আরো বাড়ায়;
শেষ বিকালে আজ আমার আকুল প্রার্থনা স্রষ্টার তরে-
পাখিটা যেন ভাল থাকে-উড়ে তার মত মুক্ত আকাশে।
http://www.u71news.com/?page=details&article=24.77450Like - Comment - Share 1 0 00shares1 people like this -
2016-08-17 11:31:19 -Open Post -আমি আর কখনও ওইখানে যাবো না|| কলিকাতা হারবাল মেডিকেল-এ চিকিৎসার নামে চলছে চরম প্রতারণা
সিটিভি নিউজ নিজস্ব প্রতিনিধি॥
দাউদকান্দির গৌরীপুরে কলিকাতা হারবাল মেডিকেল-এ চিকিৎসা নামে চলছে চরম প্রতারণ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পার্শ্বে উপজেলার সর্বাধিক ব্যস্ততম স্থান গৌরীপুর বাসস্টেশন সংলগ্ন কলিকাতা হারবাল মেডিকেল নামের একটি ভূয়া প্রতিষ্ঠান প্রায় ১ বছর যাবৎ চরম প্রতারণা করে চলছে সাধারণ মানুষদের সঙ্গে। সরকারের কোন রকম অনুমোদন ব্যতিরেকেই এই প্রতি প্রতিষ্ঠানটি নির্বিঘেœ চিকিৎসা সেবার নামে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা।
ভোক্তভুগি স্থানীয় কয়েকজন রুগির অভিযোগের ভিত্তিতে ১৬ আগস্ট সকাল ১১টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, কলিকাতা হারবাল মেডিকেল নামের প্রতিষ্ঠানে ২জন ডাক্তার অবস্থান করছেন। তারা হলেন, ডাঃ মোঃ ইয়াকুব হোসেন {৩১} ও ডাঃ মোঃ হারুন অর রশিদ মামুন {২৮} নোয়াখালির সেনবাগে তাদের গ্রামের বাড়ি। এ দুই জন ডাক্তারই এখানে সেবা দিয়ে থাকেন রোগিদের!
আমাদের প্রতিনিধি তাদের শিক্ষাগত যোগ্যতা জানতে চাইলে, ডাঃ মোঃ ইয়াকুব হোসেন জানান, তিনি এসএসসি পাস করেছেন এবং এ পেশায় দীর্ঘদিন ধরে রয়েছেন। অপরজন ডাঃ মোঃ হারুন অর রশিদ মামুন জানান, তিনি অষ্টম শ্রেণি পাস করে হারবাল চিকিৎসা শাস্ত্রে ১ বছরের কোর্স করেছেন!
...
See More তাদের চিকিৎসা সেবা এবং মেডিকেলের বৈধ কোন কাগজপত্র আছে কিনা জানতে চাইলে তারা বলেন, এসব বিষয়ে একমাত্র মালিক পক্ষই বলতে পারবেন। আমাদের কাছে কোন কাগজপত্র নেই। মালিক পক্ষের সঙ্গে কথা বলতে চাইলে একজন মালিক মোবাইলে বলেন, তিনি এখন ব্যস্ত আছেন। মোবাইল নাম্বার দিয়ে গেলে পরে তিনি যোগাযোগ করবেন বলে জানান।
ভুক্তভোগিদের একজন মোঃ মিজান মিয়া জানান,‘ এই মেডিকেলে গিয়েছিলাম যৌন সমস্যা নিয়ে। তারা ৩ হাজার টাকার বিনিময়ে যেসব ওষধপত্র দিয়েছেন তা কোন কাজই করে নাই। বরং আমার শরীর দুর্বল হয়ে গেছে তাদের ওষধ খেয়ে।
সারমিন আক্তার নামের এক মহিলা জানান, ‘রিক্সা দিয়ে বাড়ি যাওয়ার সময় তাকে একটি লিফলেট ধরিয়ে দেন রাস্তায় দাড়িয়ে থাকা একব্যক্তি। এ লিফলেট পড়েই তিনি ওই মেডিকেলে যান। তিনি আরো বলেন, ‘তাদের কাছ থেকে আড়াই হাজার টাকার ওষধ খেয়েছি, কোন রকম ফলাফল পাইনি আমি। মানুষ ঠকানোর ব্যবসা করে তারা। আমি আর কখনও ওইখানে যাবো না।’ কলিকাতা হারবাল মেডিকেলের ব্যাপারে এমন অভিযোগ করেন আরো অনেকে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন সমাজকর্মী আক্ষেপ করে বলেন,‘এই কলিকাতা হারবাল মেডিকেল চিকিৎসা সেবার নামে দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বাসষ্টেশন, গৌরীপুর-হোমনা সড়ক, গৌরীপুর-মতলব সড়কের প্রবেশ পথে তরুণ, কোমলমতি স্কুল শিক্ষার্থীসহ নানা বয়সী লোকজনদের হাতে বেশ কিছু অশ্লীল বাক্য সংবলিত লিফলেট ধরিয়ে দেন। যা বরাবরই পথচারিদের বিব্রত করে এবং অনেকেই লজ্জিত হন তাদের এই কর্মকা-ে’। তিনি প্রশাসনের বরাবরে প্রশ্ন ছুড়ে দেন যে, দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স{গৌরীপুর} এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে এই প্রতিষ্ঠানটি কিভাবে চিকিৎসা সেবার নামে এমন প্রতারণা চালিয়ে যাচ্ছে বছরের পর বছর’?
(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) ১৭-০৮-২০১৬
সিটিভি নিউজ ctvnews, ctvnews24.comLike - Comment - Share 1 0 00shares1 people like this -
Kabi Ali Ashraf Khan added a photo2016-08-13 16:14:55 -Open Post -রমশই জীবনটা যেন দুর্বিসহ হয়ে উঠছে। চারদিকের মানুষজন নিজেদের লাভালাভে আমাকে ব্যবহার করতে চাইছে প্রতিনিয়ত। তারা একবার ভাবছেন না যে, আমারও বেচে থাকার জন্য প্রয়োজন কিছুটা রসদ।Like - Comment - Share 2 0 00shares2 people like this
-
Kabi Ali Ashraf Khan added a photo2016-08-11 15:03:04 -Open Post -http://www.worldnewsbd.com/21166#.V6ySkRLkXMx
দাউদকান্দির শান্তিকবি আবুল কালাম আজাদ আর নেই
ওয়ার্ল্ড নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,১১ আগস্ট :
দাউদকান্দির শান্তিকবি আবুল কালাম আজাদ আর নেই। ১০ আগস্ট বুধবার বিকেল সাড়ে ৫ টায় দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারস্থ নিজ বাসস্থানে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে চিরতরে পরপারে চলে যান। (ইন্না নিল্লাহ…….রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি চিরকুমার ছিলেন।
১১ আগস্ট বৃহস্পতিবার সকাল ১১টায় পেন্নাই ঈদগাহ মাঠে তার জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন সম্পর্ন হয়। তার অকাল মৃত্যুতে এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গসহ কবি, সাহিত্যিক ও সাংবাদিক মহল শোক প্রকাশ করেন।
...
See More উল্লেখ্য যে, কবি আবুল কালাম আজাদ কুমিল্লার দাউদকান্দি উপজেলার দক্ষিণ পেন্নাই গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৬২ সালে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম- মোঃ আব্দুল কাদের সওদাগর।
তার প্রথম কাব্যগ্রন্থের নাম ‘পৃথিবীতে বাংলাদেশ’। পরে তার ‘আজাদ পাঠ’, ‘আজাদী নির্বাচন পদ্ধতি’ ও ‘বিশ্ব শান্তির মডেল বাংলাদেশ’ প্রভৃতি বই প্রকাশিত হয়। এছাড়াও কবি আবুল কালাম আজাদের অপ্রকাশিত অসংখ্য কবিতা রয়েছে-যা তরুণদের দিক-নির্দেশনা প্রদানে সহায়ক ভূমিকা রাখবে বলে বিদগ্ধজনরা মনে করেন।Like - Comment - Share 1 0 00shares1 people like this -
0shares2 people like this
-
0shares1 people like this
-
Kabi Ali Ashraf Khan added a photo2016-08-07 01:53:44 -Open Post -http://purbasharalo.com
দাউদকান্দির গৌরীপুরে দেশীয় অস্ত্র উদ্ধার॥ জনমনে নানান প্রশ্ন
আগস্ট ৬, ২০১৬
নিজস্ব প্রতিনিধি॥
দাউদকান্দির গৌরীপুরে গতকাল রাতে দেশীয় অস্ত্র- ১টি পাইপগান ও ৩টি তাজা কার্তুজ উদ্ধার করে গৌরীপুর পুলিশ ফাঁড়ি। এ নিয়ে জনমনে উদয় হয়েছে নানান প্রশ্ন।
...
See More এব্যাপারে গৌরীপুর পুলিশ ফাঁড়ির এস.আই মোঃ তানজির বলেন,‘উপজেলার গৌরীপুর বাজারের কোল ঘেঁেষ যাওয়া লক্ষ্মীপুর সড়কের কাঠপট্টিতে আজম খান নামের এক ব্যক্তির নির্মাণাধীন ভবন (২য় তলা) থেকে পরিত্যাক্ত অবস্থায় ১টি দেশীয় তৈরি পাইপগান ও ৩টি কার্তুজ উদ্ধার করা হয়। যদিও তৎক্ষণাৎ কাউকে ধরতে পারিনি আমরা। তবে এর সঙ্গে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করার চেষ্টা চলছে’।Like - Comment - Share 0 0 00shares0 people like this -
Kabi Ali Ashraf Khan added a photo2016-08-04 03:37:02 -Open Post -জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে আমাদেরকে আরো সচেতন হতে হবে। সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে সমগ্র দেশব্যাপি। আর এ কাজটি প্রথমে শুরু করতে হবে আমাদের ব্যক্তি-পরিবার থেকেই। যত রকমের সন্ত্রাস-জঙ্গিবাদ ও অপশক্তিই আসুক না কেনো আমাদের উপর, আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হবো ইনশাআল্লাহ। আমাদেরকে মনে রাখতে হবে, বাঙালিরা বীরের জাতি, সন্ত্রাস-জঙ্গিবাদ বা কোন রকমের অন্যায়ের কাছে মাথা নত করেনি, করবে না কখনও এ জাতি’।Like - Comment - Share 1 0 00shares1 people like this
More Stories