http://www.worldnewsbd.com/21166#.V6ySkRLkXMx
দাউদকান্দির শান্তিকবি আবুল কালাম আজাদ আর নেই
ওয়ার্ল্ড নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,১১ আগস্ট :
দাউদকান্দির শান্তিকবি আবুল কালাম আজাদ আর নেই। ১০ আগস্ট বুধবার বিকেল সাড়ে ৫ টায় দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারস্থ নিজ বাসস্থানে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে চিরতরে পরপারে চলে যান। (ইন্না নিল্লাহ…….রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি চিরকুমার ছিলেন।
১১ আগস্ট বৃহস্পতিবার সকাল ১১টায় পেন্নাই ঈদগাহ মাঠে তার জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন সম্পর্ন হয়। তার অকাল মৃত্যুতে এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গসহ কবি, সাহিত্যিক ও সাংবাদিক মহল শোক প্রকাশ করেন।
...
See More
উল্লেখ্য যে, কবি আবুল কালাম আজাদ কুমিল্লার দাউদকান্দি উপজেলার দক্ষিণ পেন্নাই গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৬২ সালে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম- মোঃ আব্দুল কাদের সওদাগর।
তার প্রথম কাব্যগ্রন্থের নাম ‘পৃথিবীতে বাংলাদেশ’। পরে তার ‘আজাদ পাঠ’, ‘আজাদী নির্বাচন পদ্ধতি’ ও ‘বিশ্ব শান্তির মডেল বাংলাদেশ’ প্রভৃতি বই প্রকাশিত হয়। এছাড়াও কবি আবুল কালাম আজাদের অপ্রকাশিত অসংখ্য কবিতা রয়েছে-যা তরুণদের দিক-নির্দেশনা প্রদানে সহায়ক ভূমিকা রাখবে বলে বিদগ্ধজনরা মনে করেন।
Like - Comment - Share 1 0 0