Hassan Basir Khan
  • Like - Comment - Share 3 0 0
  • এমনি..................
    ''''এমনি'''' এই শব্দ আমরা এমনিতেই বহু ব্যবহার করি।
    ''এমনি'' শব্দটি আমরা সকল ধরনের প্রশ্নের উত্তর বা কারন হিসেবে ব্যবহার করি।
    আমাদের জীবনে অর্ধেকের বেশী ভাল না লাগার কারন বা মন খারাপ এর প্রধান কারন ''এমনি''
    ''এমনি'' নামক কারনে আমাদের সবার মন প্রায় খারাপ থাকে।
    ...
    See More
    এই ''এমনি'' দিয়ে আমরা এমন কিছু বুজাতে চাই হয়তো নিজেও বুজতাছি না।
    ''এমনি'' এমন একটি উত্তর যা যে কোন প্রশ্নের উত্তর হিসাবে দেয়া যায়।
    অনেক সময় তো শব্দটা দুই বার বলে ভাব প্রকাশ বা কারন বোঝানোর চেষ্টা করি।
    যেমনঃ কিরে কাঁদছিস কেন কি হইছে? কই কিছু না তো ''এমনি এমনি'' কাঁদছি।
    এমনিতেই '''এমনির' মানে বুঝি না তার উপর কেও যদি বলে
    ''এমনি এমনি'' তাহলে না বোঝার উপরে কি শব্দ আছে তা আমার ধারনাই নাই।
    # এখানে আসছো কেন ? উত্তরঃ ''এমনি'' আসছি।
    # হাঁসতেছ কেন ? উত্তরঃ ''এমনি'' হাঁসছি।
    # এটা করছ কেন ? উত্তরঃ ''এমনি এমনি'' করছি।
    # বাহিরে গেছো কেন ? উত্তরঃ ''এমনি'' গেসি।
    # এই কথা বললে কেন ? উত্তরঃ ''এমনি এমনি'' বলছি
    # ও ডাকছিল কেন ? উত্তরঃ ''এমনি'' ডাকছিল।
    # আমাকে কিছু বলছেন ? উত্তরঃ ''এমনি'' কিছুনা।
    # ওকে বকা দিছো কেন? উত্তরঃ ''এমনি'' বকা দিছি।
    ''এমনি'' এমন একটা উত্তর যা দ্বারা যার যা ভাবার ভাবতে পারে।
    হাজার হাজার ভিন্ন ভিন্ন প্রশ্ন কিন্তু উত্তর একটাই ''এমনি''
    ''এমনি'' উত্তরটা আর একটা প্রশ্নের জন্ম দেয়।
    কারন আমরা সবাই ''এমনির'' মানি জানতে চেয়ে আবার প্রশ্ন করি।
    ''এমনি'' শব্দটা আসলে একটা অস্পষ্ট ব্যাপারটা বোঝায়।
    কেও যদি বা তুমি যদি আমাকে বলও আমি এই সব কি লিখছি বা করছি ?
    আমি বলবো, কিছু না ''এমনি''
    ''সবাই সবার ''এমনি'' নিয়ে চিন্তা করো'' ''এমনিতে'' তো আর ''এমনি'' নিয়ে চিন্তা করা হয় না।
    সংগ্রহ ঃ

    Facebook
    Like - Comment - Share 2 0 0
  • ফেসবুক ১২ বছর ইতিহাসে যা কখনও হয়নি তা করে দেখাল বাংলাদেশ। সবাস বাংলাদেশ
    লাখো- কোটি টাইগার ভক্তের আজ
    একটাই চাওয়া এশিয়া কাপের ট্রপিটা
    যেন দেশেই থেকে যায়। অন্যদিকে
    নিজেদের প্রমাণে মরিয়া ভারত।
    ...
    See More
    শ্রেষ্ঠত্বের প্রমাণ স্থাপন। তবে খেলা
    শুরু হতে কয়েক ঘন্টা দেরি থাকলেও
    সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক
    মাতিয়ে তুলেছেন বাংলাদেশের
    সমর্থকরা। দলের প্রতি শুভকামনা
    জানাতে ‘প্রোফাইল পিকচার’পরিবর্তন
    করছেন সবাই।
    ফেসবুক ১২ বছর ইতিহাসে যা কখনও হয়নি
    তা করে দেখাল বাংলাদেশ ফেসবুকে
    ইতিহাস গড়ল বাংলাদেশ ৷
    বাংলাদেশের ফেসবুক ইতিহাসে
    মাত্র ২ ঘন্টায় এত প্রফাইল পিকচার
    কখনও পরিবর্তন হয়নি ৷
    কে কে প্র-পিক পরিবর্তন করেছেন
    সারা দিন!
    প্রোফাইল পিকচারে ‘গেইম ফেইস
    ব্যানার’
    জুড়ে দিচ্ছে সকল শ্রেনীর
    ক্রিকেটপেমী মানুষরা। এ যেন যুদ্ধ শুরুর
    আগে হাজারো দেশপ্রেমী যোদ্ধার
    প্রস্তুতি। এক কথায় আজকের ফেসবুকটা
    বাংলাদেশময় হয়ে গেছে।
    শনিবার রাত পৌনে ১০টার দিকে
    বাংলাদেশ ক্রিকেট বোর্ডের
    (বিসিবি) অফিসিয়াল ফেসবুক পেইজ
    ‘বাংলাদেশ ক্রিকেট: দ্য টাইগারস’
    থেকে ক্রিকেট দলের সমর্থনে
    প্রোফাইল পিকচারে ‘গেইম ফেইস
    ব্যানার ব্যবহারের আহ্বান জানায়
    বিসিবি। এরপর থেকেই শুরু হয় ফেসবুকে
    বিসিবি’র মনোগ্রাম সম্বলিত ছবি
    চেঞ্জ করার হিড়িক।
    ব্যানারটি ব্যবহার করার জন্য কোনো
    ফেইসবুক ব্যবহারকারী বিসিবির
    নির্ধারিত পোস্টের লিংকে ক্লিক
    করলে তার সর্বশেষ যে প্রোফাইল
    পিকচারটি রয়েছে সেটির নিচের
    অংশে বিসিবি’র মনোগ্রাম এবং
    একপাশে বাংলায় ‘বাংলাদেশ’
    লেখা দেখাবে।
    ব্যানারটি ব্যবহারে আমন্ত্রণ জানিয়ে
    বিসিবির দেয়া পোস্টটিতে ভক্তদের
    শুভকামনা জানাতে দেখা যায়।
    Like - Comment - Share 1 0 0
  • Like - Comment - Share 1 0 0
  • https://m.facebook.com/photo.php?fbid=535219829971579&id=100004507008109&set=a.344721995688031.1073741828.100004507008109&source=48&refid=7&_ft_=qid.6256397643298452110%3Amf_story_key.6350209314662569424&__tn__=E
    Like - Comment - Share 0 2 0
  • Like - Comment - Share 3 0 0
More Stories