• ভারতে প্রকাশ্যে কুরআন শরীফে আগুন লাগিয়ে দিল হিন্দুরা ৷
    রক্তে এক ফোটা ঈমান থাকলে শেয়ার করুন ৷
    হে আল্লাহ, এদের ধ্বংস কর ---আমিন
    Like - Comment - Share 0 0 1
  • 01. আমি আমার জীবন তোমার সাথে সাজাতে চাই।
    = I Want to Decorate My Life with you.
    02. এই মুহুর্তে তুমি আমার পৃথিবী।
    = At This Moment You Are My World.
    03. তুমি আমার অভিমানী ভালোবাসা।
    ...
    See More
    04. তুমি কি আমার হবে।
    = Will You Be Mine.
    05. প্রেম তুমি আসবে এভাবে।
    = Love You Came Assiduously.
    06. আবার হারিয়ে যাবে ভাবিনি।
    = Again You Will Be Lost I Couldn't Think.
    07. আজ ও আছে সেই পথ।
    = Today Have Been The Way.
    08. শুধু নেই তুমি।
    = Only You Haven's.
    09. বলো কোথায় আছো "অভিমানী"
    = Say Where Are You "Assuming"
    10. এই মুহুর্তে সেঁজুতি /সাইফান আমার ভালোবাসা।
    = Shajouty/Saifan is My Love At this Moment.
    11. যখন তুমি সত্যিকারের ভালোবাসা পাও।
    = When you get real love.
    12. তাঁকে সম্মান করতে শিখ।
    = Learn to respect that.
    13. কোন পরিস্থিতিতে তাঁকে হারিয়ে যেতেদিওনা!
    = Never lose that in any situation!
    14. কারণ আজ যা তুমি সহজে পেলে।
    = Cause, what you got easily today.
    15. হয়ত কাল তা তুমি হাজার কাঁদলেও পাবেনা।
    = Perhaps, you won't get that in exchange of thousand of tears tomorrow.
    Like - Comment - Share 0 0 0
  • প্লিজ শেয়ার করুন

    তাদের কি দেখার মতো কেউ নেই........??

    প্রবাসে সব বাংলাদেশিদের ভাগ্য ভালো হয়না। কেউ এসির বাতাস খেয়েও অনেক টাকা রোজগার করে আবার কেউকেউ প্রখর রোদ্র মাথায় সয়ে সামান্য আয় করে। দিন বছর এভাবেই পার হয়ে যায়। কাজের চাপে ভুলেই যায় দিন তারিখ বার।
    ...
    See More
    গত কিছুদিন আগে মালয়েশিয়া তে এক বাংলাদেশি নির্যাতনের ভিডিও সোস্যাল মিডিয়াই তুমুল ঝড় তুলেছিল। এরকম অনেক নির্দয় নির্যাতন প্রতিদিনই হয় মালয়েশিয়ায় কোনটা প্রকাশ পায় আবার কোনটা মুখ থুবরে পড়ে থাকে।

    গত পরশু একটা ভিডিও দেখে চোখ ছল ছল করে উঠেছিল। এক বাঙালি কে নির্দয় ভাবে কিছু চীনা নির্যাতন করছে।সাহায্য করার কেউই নেই আশে পাশে। মালয়েশিয়ান আইনে ফরেন ওয়ার্কার নির্যাতন একটা গুরতর অপরাধ। কিন্তু কে করবে এদের বিচার??? আমি আপনি না এখানকার বাংলাদেশ হাইকমিশন?

    যদি কোন ফরেন শ্রমিক এখানকার আইন লঙ্ঘন করে তার জন্য আইন আদালত আছে। কিন্তু ঘড়ের মধ্যো কোন ফরেন শ্রমিককে বন্দি করে অমানুষিক নির্য়যাতন কোন আইনে???

    দুঃখ পাই তখনই এই প্রবাশীদের মাথার ঘাম আর বিদেশীদের লাথি গুতা খেয়ে পাঠানো রেমিট্যান্স দেশের রাষ্ট্রিয় ব্যাংক থেকে লুটপাট হয়ে যায়। জানি এই টাকা গুলোরও কোন সুরাহা হবেনা। একসময় সবাই সব ভুলে যাবে। কিন্তু প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের গায়ে সেই করুন আর্তনাদ থেকেই যাবে।। #c_e
    Like - Comment - Share 1 0 0
  • বাংলাদেশে গর্ব নাজমুল শাকিব। কোরআন তেলাওয়াতে
    বিশ্বসেরা এই কিশোরটিকে গতকাল মসজিদ আল হারামে,
    কাবা ঘরের ইমাম আব্দুর রহমান আল সুদাইস তাকে ৮০,০০০
    সৌদি রিয়াল ও বিশেষ সম্মামনা পুরস্কার প্রদান করেন।
    একজন বাংলাদেশী হিসেবে গর্ববোধ করলে অবশ্যই
    ...
    See More
    আবারো জানিয়ে দিন শাকিব বাংলাদেশের ছেলে। আল্লাহ
    যেন তাকে কবুল করেন । আমিন।
    Like - Comment - Share 2 0 0
  • আপনি মাদ্রাসায় পড়েছেন,
    আপনি পান্জাবী পড়েন,
    আপনি পাগড়ী পড়েন,
    এজন্যই আপনার এতো অহংকার
    এতো দাম্ভিকতা
    ...
    See More
    এতো গর্ববোধ করছেন,
    নিজেকে নিয়ে!
    এজন্যই জেনারেল শিক্ষিত, শার্ট পেন্ট কোট পড়নেওলা ডাঃ জাকির নায়েকের বিরুদ্ধে লেগে,
    তার পিছনে কুৎসা রটাতে ব্যাস্ত হয়ে পড়েছেন,
    একটি বার নিজেকে প্রশ্ন করে দেখুনতো?
    আপনি কি পেরেছেন,
    তার মতো পুরো বিশ্বে ইসলামের আলোড়ন ছড়াতে,
    আপনি কি পেরেছেন,
    তার মতো পুরো বিশ্বে অমুসলিমদের করা প্রশ্নে দাঁত ভাঙ্গা জবাব দিতে,
    আপনি কি পেরেছেন,
    তার মতো লাখো লাখো
    বেধর্মীকে ইসলামে দীক্ষিত করতে,
    কিন্তু না
    তা আপনি পারেননি,
    যেটি আপনার করা দরকার ছিলো,
    তা আপনি যখন করতেই পারেননি,
    তা করে দেখিয়েছেন,
    জেনারেল শিক্ষিত কোর্ট টাই পড়া M B B S পাস করা একজন ডাঃ!
    তবে কি আপনার লজ্জা হওয়া উচিৎ নয়,
    এই ডাঃ জাকির নায়েকের বিরুদ্ধে লেগেছেন!
    এতো মাদ্রাসা শিক্ষিত হয়ে যখন কিছুই করতেই পারছেননা,
    তো চুপ থাকুন না,
    কেন শুধু শুধু হাজারো লাখো সত্যনিষ্ঠ পথের পথিকদের নিজেকে রোষানলের পাত্র বানাচ্ছেন,
    আশা করছি আপনাদের শুভ বুদ্ধির উদয় হবে,
    জাজাকাল্লাহ
    Like - Comment - Share 1 0 0
  • Like - Comment - Share 1 0 0
  • আপনি মাদ্রাসায় পড়েছেন,
    আপনি পান্জাবী পড়েন,
    আপনি পাগড়ী পড়েন,
    এজন্যই আপনার এতো অহংকার
    এতো দাম্ভিকতা
    ...
    See More
    এতো গর্ববোধ করছেন,
    নিজেকে নিয়ে!
    এজন্যই জেনারেল শিক্ষিত, শার্ট পেন্ট কোট পড়নেওলা ডাঃ জাকির নায়েকের বিরুদ্ধে লেগে,
    তার পিছনে কুৎসা রটাতে ব্যাস্ত হয়ে পড়েছেন,
    একটি বার নিজেকে প্রশ্ন করে দেখুনতো?
    আপনি কি পেরেছেন,
    তার মতো পুরো বিশ্বে ইসলামের আলোড়ন ছড়াতে,
    আপনি কি পেরেছেন,
    তার মতো পুরো বিশ্বে অমুসলিমদের করা প্রশ্নে দাঁত ভাঙ্গা জবাব দিতে,
    আপনি কি পেরেছেন,
    তার মতো লাখো লাখো
    বেধর্মীকে ইসলামে দীক্ষিত করতে,
    কিন্তু না
    তা আপনি পারেননি,
    যেটি আপনার করা দরকার ছিলো,
    তা আপনি যখন করতেই পারেননি,
    তা করে দেখিয়েছেন,
    জেনারেল শিক্ষিত কোর্ট টাই পড়া M B B S পাস করা একজন ডাঃ!
    তবে কি আপনার লজ্জা হওয়া উচিৎ নয়,
    এই ডাঃ জাকির নায়েকের বিরুদ্ধে লেগেছেন!
    এতো মাদ্রাসা শিক্ষিত হয়ে যখন কিছুই করতেই পারছেননা,
    তো চুপ থাকুন না,
    কেন শুধু শুধু হাজারো লাখো সত্যনিষ্ঠ পথের পথিকদের নিজেকে রোষানলের পাত্র বানাচ্ছেন,
    আশা করছি আপনাদের শুভ বুদ্ধির উদয় হবে,
    জাজাকাল্লাহ
    Like - Comment - Share 1 0 0
  • এক জন বাস ড্রাইভার
    রাস্তায় নতুন একটা
    নোটিশ দেখে তা পড়ার
    জন্য বাস
    থামাল, সাথে সাথে
    ...
    See More
    জিজ্ঞেস করল
    - অই বেটা বাস থামালি
    কেন? দেখস
    না বাস থামান নিষেধ।
    -নতুন লাগাইসেন,
    দেহনের জন্যই তো
    থামাইলাম।
    -বেয়াদপ, মুখে মুখে
    তর্ক করস? দে ৫০০
    টেকা দে!!!
    ২য় দিন বাস ড্রাইভার
    আজ বাস না
    থামিয়ে চলে যাচ্ছিল,
    তবু ট্রাফিক
    থামাল।
    - সার আইজ ত থামাই
    নাই আটকাইলেন
    ক্যান?
    - থামাস নাই ঠিকই,
    তয় থামানের
    চিন্তা নিশ্চই
    করছস।
    - এইহানে যাত্রী একটু
    বেশি পাওয়া
    যায়, তাই একবার
    চিন্তা করসিলাম।
    - চিন্তা করলি ক্যান,
    দে ৫০০ টেকা
    দে!!!
    ৩য় দিন, বাস ড্রাইভার
    আজও বাস না
    থামিয়ে চলে যাচ্ছিল,
    ট্রাফিক
    থামাল।
    - সার আইজ ত থামাই
    নাই থামানের
    চিন্তাও করি নাই,
    আইজ আটকাইলেন
    ক্যান?
    শালায় কয় কি! চিন্তা
    ভাবনা ছারাই
    নাকি গাড়ি চালায়, এই
    জন্যেই ত
    দুর্ঘটনা ঘটে, দে ৫০০
    টেকা দে !!
    Like - Comment - Share 0 0 0
  • বাংলালিংকে এখন সবাই হবে অলরাউন্ডার! ৳৭৫ স্ক্র্যাচ কার্ডে পাচ্ছো: 500MB ইন্টারনেট, ৭৫ মিনিট টকটাইম, ৭৫টি SMS যার মেয়াদ থাকবে ৭ দিন। প্রথম ৫০ জন গ্রাহক যারা ন্যূনতম ১০ বার রিচার্জ করবে তাদের জন্য থাকছে সাকিব আল হাসান এর সাথে ডিনারের সুযোগ!
    Like - Comment - Share 1 0 0
  • ৫ ওয়াক্ত সালাতের পর সম্মিলিত মুনাজাত একটি বিদআত ৷
    ******************************************************
    [ সত্যের পথে, সত্যের সাথে ]
    ~~~~~~~~~~~~~~~~
    আমাদের দেশের প্রায় বেশিরভাগ মসজিদ গুলোতে ফরয সালাত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ঈমাম ও মুক্তাদিগনসহ সকলে মিলে হাত তুলে সন্মিলিত মুনাজ করা হয় যা অনেক বড় একটি বিদাআত ৷ এ ধরণের বিদাআত ষ্পষ্ট গুনাহের কাজ এবং সম্মিলিত মুনাজাতের প্রত্যেক হাত উত্তোলনকারী ব্যাক্তি তওবা করে এ পথ থেকে ফিরে না আসলে রাসুল সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লামের কথা অনুযায়ী সকলেই জাহান্নামী ৷
    ...
    See More
    এ বিষয়ে বিশ্ব বরেণ্য আলেমদের মতামত :-
    যেহেতু রাসূল ﷺ থেকে সম্মিলিত মুনাজাতের স্বপক্ষে কোন বিশুদ্ধ হাদীসই পাওয়া যায় না, এ জন্য সাহাবী, তাবেয়ী, তাবে তাবেয়ীগণের যুগে এর কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।

    এ কুসংস্কারের উদ্ভবের পর হক্বপন্থী আলেমগণ বিশুদ্ধ হাদীস সমূহের আলোকে একে বিদআত বলে আখ্যায়িত করেছেন। নিম্নে তাঁদের কয়েকজনের ব্যাখ্যা তুলে ধরা হল :

    ১৷ শায়খুল ইসলাম ইমাম ইবন তাইমিয়্যাহ রহ. বলেন- সালাতের পর ইমাম ও মুক্তাদীগণের হাত তুলে সম্মিলিত দোআ বিদআত। রাসূল ﷺ এর যুগে এটা ছিল না। (মাজমুউল ফাতওয়া ১/১৮৪)

    ২৷ ইমাম ইবন কাইয়্যিম রহ. বলেন- সালাম ফেরানোর পর কেবলামুখী হয়ে মুক্তাদীদের সাথে মিলে একত্রে দোআ করা রাসূল ﷺ এর সুন্নাতের অন্তর্ভূক্ত নয়। সহীহ বা হাসান কোন সনদেই এর বর্ণনা পাওয়া যায় না। (যাদুল মাআদ ১/৯৩)

    ৩৷ আল কামুস এর গ্রন্থাকার মাজদুদ্দীন ফিরোজাবাদী বলেন- সালাতের পর ইমাম সাহেবগণ প্রচলিত নিয়মে যে দোআ করেন, রাসূল এর পবিত্র অভ্যাস এ রকম ছিলনা। এ বিষয়ে কোন হাদীসই প্রমাণিত নেই। (সাফরুস সা'আদাহ -পৃষ্ঠা ২০)

    ৪৷ শায়খ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহ. বলেন- প্রচলিত দোআ যা অনারব দেশগুলোতে অধিক আর আরব দেশগুলোতে স্বল্পাকারে চালু আছে- অর্থাৎ ইমাম সালাতের পর দোআ করবেন আর মুক্তাদীগণ 'আমীন আমীন' বলবেন, এটি রাসূল ﷺ এর অভ্যাসের অন্তর্ভূক্ত ছিল না এবং কোন সহীহ হাদীস দ্বারা এটি প্রমাণিত নয়। ( শারহ আলাস সিরাতিম মুসতাকিম- পৃষ্ঠা ৯০)

    ৫৷ আব্দুল হাই লখনভী রহ. বলেন- সালাতের পর হাত উঠিয়ে ইমাম সাহেবের 'রাব্বানা রাব্বানা' বলা আর মুক্তাদীদের 'আমীন আমীন' বলা রাসূল ﷺ এর সময় ছিল না। (মাসমু'আতুল ফাতওয়া- ১/১৬১)

    ৬৷ পাকিস্তানের গ্রান্ড মুফতী আল্লামা শাফী রহ. বলেন- ফরজ সালাতের পর সুন্নাত হচ্ছে- ইমাম ও মুক্তাদী সকলে একাকী হাদীস বর্ণিত যিকর ও দোআগুলো পড়বে। কিন্তু লোকেরা সুন্নাত বিরোধী সম্মিলিত দোআ আবিষ্কার করে নিয়েছে। (আহকামুদ দোআ- পৃষ্ঠা ১৫)

    ৭৷ সউদী আরবের গ্রান্ড মুফতী শায়খ বিন বায রহ. বলেন- এ জাতীয় সম্মিলিত দোআ বিদআত। (ফাতওয়া মুহিম্মাহ- পৃষ্ঠা ১০৫)

    ৮৷ আল্লামা ত্বীবি, ইমাম শাত্বেবী, খলিল আহমাদ সাহারানপুরী, শায়খ ই'যায আলী, ইউসূফ বিন নূরী, আনোয়ার শাহ কাশ্মিরী রহ. একে বিদআত বলে আখ্যায়িত করেছেন।

    ৯৷ বাংলাদেশের মুফতীয়ে আ'যম হাটহাজারী শায়খ ফয়জুল্লাহ রহ. উক্ত সম্মিলিত মুনাজাতের বিরুদ্ধে একাধিক গ্রন্থ রাচনা করে এটি সুন্নাহ বহির্ভূত এবং বিদআত হওয়া প্রমাণিত করেছেন।

    বায়তুল্লাহ ও মসজিদে নববীতে নামাযের পর ইমাম সহ সম্মিলিত মোনাজাতের কোন অস্তিত্ব নেই। তাই সকল মুসলিম ভাই ও বোনদের কাছে আমার বিণীত অনুরোধ আসুন আমরা যে কোন ইবাদত করার পূর্বে কুরআন ও সহীহ সুন্নাহর আলোকে যাচাই করে আমল করবো ইন-শা-আল্লাহ ৷

    বিঃদ্রঃ নিজেকে পরিবর্তন করি, আদর্শ পৃথিবী গড়ি ৷ শান্তির জন্য পরিবর্তন আর পরিবর্তনের জন্যই ইসলাম ৷
    Like - Comment - Share 1 0 0
  • হযরত জিব্রাঈল (আঃ) বলেন :-
    পৃথিবীতে কত ফোটা বৃষ্টি পড়ে সেইটা আমি গুনতে পারি,,
    কিন্তু যৌবন কালের আমল এত বেশী লিখা হয় যা আমি গুনতে পারি না!!
    'সুবহানআল্লাহ'
    Like - Comment - Share 0 0 0
  • অনলাইনে যারাই আছেন
    ইমানি চেতনায় মতামত দিন..........
    এদেশে ইসলাম ছিল- আছে- থাকবেই।। ''ইনশাআল্লাহ''
    Yes ————————— No
    Like - Comment - Share 0 1 0
More Stories